![]() |
![]() |
পরম করুনাময়ের অসীম করুনায় শুরু করছি, লালোর উচ্চ বিদ্যালয়টি নাটোর জেলার অন্তর্গত সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের লালোর গ্রামে অবস্থিত। নির্ভীত পল্লী হলেও বিদ্যালয়টি ১৯০১ ইং সালে প্রতিঠিত হয়ে অবহেলিত ও দরিদ্র জনসাধারণের মাঝে জ্ঞানের আলো বিস্তারে অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করে আসছে। বর্তমান প্রযুক্তির যুগে এবং সময়ের প্রয়োজনে বর্তমান সরকারের স্থীরতার কারনে ডিজিটাল বাংলাদেশ নির্মানে নাটোর-৩ সিংড়া আসন থেকে নির্বাচিত বর্তমান সরকারের ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতি মন্ত্রী জনাব আলহাজ্ব জুনাইদ আহমদ পলক এমপি মহোদয়ের সুযোগ্য নেতৃত্ত ও নির্দেশনায় আমাদের বিদ্যালয়ে আজ প্রযুক্তির ধারাবাহিকতায় এগিয়ে চলছে। আমি অত্র বিদ্যালয়ের উন্নয়নে সকল সহযোগীদের, ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের সর্বপরি মহান আল্লাহ পাকের অসীম রহমত ও অন্যান্যদের আন্তরিকাতার সহিত সহযোগিতা কামনা করছি যাতে বিদ্যালয়টি একটি মডেল বিদ্যালয়ে পরিণত হয়। পরিশেষে সকলের মঙ্গল কামনায় শেষ করছি।
বিদ্যালয় কোডঃ ২২০৯
এমপিও কোডঃ ৮৪০৬০৭১৩০২
ইআইআইএন কোডঃ ১২৪২৬৭
উপবৃত্তি কোডঃ ০১১৩০৯৪০
থানা কোডঃ ২০০২
জেলা কোডঃ ২০