শিক্ষার জন্য এসো। সাফল্যের জন্য এসো। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেব।

বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত তথ্য:

ভর্তির সময় সঙ্গে যা আনতে হবে:
১. প্রসংশাপত্র/বিদ্যালয় পরিত্যাগ পত্রের ফটোকপি একটি।
২. জন্ম নিবন্ধনের ফটোকপি একটি।
৩. ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।

ফি:
১. ভর্তি ফি - ১০০ টাকা।
২. সেশন ফি - ৪০০ টাকা।
৩. মাসিক বেতন - ২০ টাকা।

ভর্তি ফরম ডাউনলোড করুন: ভর্তি ফরম